Wednesday, January 1, 2014

3 Bani

সুরা আল-কাহাফ (১৮ নাম্বার সুরা, আয়াত -১০)

কাহাফঅর্থ হচ্ছেগুহা/Cave. এই সুরাতে কয়েকজন যুবকের ঘটনা বর্ণনা করা হয়েছে যাদেরকে ততকালীন কাফের রাজা বেঈমান বানাতে চাচ্ছিলো তারা তখন একটা কুকুরসহ গুহায় আশ্রয় নেয় এবং আল্লাহ তখন তাদেরকে একঘুমে ৩০৯ বছর পার করে দেন তাদেরকে আসহাবে কাহাফ বা গুহাবাসী বলা হয়

'উযু বিল্লাহিমিনাশ-শাইতানির রাযীম বিসমিল্লাহির-রাহমানির রাহীম
. সব প্রশংসা আল্লাহর যিনি নিজে বান্দার প্রতি গ্রন্থ নাযিল করেছেন এবং তাতে কোন বক্রতা রাখেননি
. একে সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা কর্ম সম্পাদন করে-তাদেরকে সুসংবাদ দান করে যে, তাদের জন্যে উত্তম প্রতিদান রয়েছে
. তারা তাতে চিরকাল অবস্থান করবে
. এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্যে যারা বলে যে, আল্লাহর সন্তান রয়েছে
. সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই কত কঠিন তাদের মুখের কথা তারা যা বলে তা তো সবই মিথ্যা
. যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবতঃ আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন
. আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কে ভাল কাজ করে
. এবং তার উপর যাকিছু রয়েছে, অবশ্যই তা আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব
. আপনি কি ধারণা করেন যে, গুহা গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল ?
১০. যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয়গ্রহণ করে তখন দোআ করেঃ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন




1  2  3  5  6  7  8  9  10  11  12  13  14  15

No comments:

Post a Comment