রাসুলুল্লাহ (সা:) বলেছেন,
"লা হা'উলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ"
অর্থ: আল্লাহর শক্তি বা অনুগ্রহ ছাড়া কারো কোনো সত কাজ করা ও পাপ কাজ থেকে বেচে থাকার ক্ষমতা নাই।
এই দুয়াটি নিরানব্বইটি রোগের মহা ঔষধ, তার মধ্যে সহজতম রোগ হলো দু:শ্চিন্তা।"
বুখারী ও মুসলিম, মিশকাত - ২০১।"লা হা'উলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ"
অর্থ: আল্লাহর শক্তি বা অনুগ্রহ ছাড়া কারো কোনো সত কাজ করা ও পাপ কাজ থেকে বেচে থাকার ক্ষমতা নাই।
এই দুয়াটি নিরানব্বইটি রোগের মহা ঔষধ, তার মধ্যে সহজতম রোগ হলো দু:শ্চিন্তা।"
**এছাড়া, অন্য হাদীসে রয়েছে...
আব্দুল্লাহ ইবনে কায়েস (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা:) বলেছেন: হে আব্দুল্লাহ বিন কায়েস! আমি কি জান্নাতের মধ্যে এক (বিশেষ) রত্নভান্ডার সম্পর্কে তোমাকে অবহিত করবোনা? আমি বললাম নিশ্চয় করবেন। আল্লাহর রাসুল (সা:) তখন বললেন, তুমি বলো: লা হা'ওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।"
বুখারী, মুসলিম ৪/২০৭৬।
দুয়াটির গুরুত্ব: এই দুয়াটি হলো দু:শ্চিন্তার মত কঠিন সমস্যাসহ ৯৯টি রোগের চিকিতসা + এই দুয়াটি আমরা যদি নিয়মিত পড়ি তাহলে তার যে সওয়াব তার বিনিময়ে ইন শা আল্লাহ জান্নাতে অনেক নেয়ামত ও উচ্চ মর্যাদা আশা করা যেতে পারে। তাই আমাদের উচিত দিনে, রাতে, শুয়ে, বসে ও দাড়ানো অবস্থায় অর্থাত সকল সময়ে এই দুয়াটা বেশি বেশি করে পড়ার অভ্যাস গড়ে তোলা। আল্লাহ আমাদের তোওফিক দান করুন, আমীন।
No comments:
Post a Comment