নবি কারীম (সাঃ) বলেছেন,
বান্দা যখন '' লা ইলাহা ইল্লাল্লাহ '' - ' আল্লাহ ছারা কনো মাবুদ নাই ' বলে তখন তা আকাশ সমুহ ছেদ করে যায়, এমন কি আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হয়, তখন আল্লাহ বলেন স্থির হও, তখন বাক্যটি বলে, আমি কি করে স্থির হব, যে আমাকে উচ্চারন করেছে তাকে এখন মাফ করা হয়্নি, তখন আল্লাহ বলেন, তমাকে এমন ব্যাক্তির মুখ দিয়ে উচ্চারন করিয়েছি, যাকে উচ্চারন করার আগেই মাফ করে দিয়েছি ।
No comments:
Post a Comment